হৃদয় যখন মেঘলা আকাশ বৃষ্টি যাচা চাতকী,
মৌ সুবাস ও বয় ভুল বাতাসে দক্ষিণমুখী,
তপ্ত দুপুর ঠায় দাঁড়িয়ে গনগন রোদ্দুরে
চৈত্র দাহ জর্জরিত চিত্তখানি খরায় পুড়ে;


কাঁদলে হৃদয়,জোছনা তলে অমানিশা রয়
ভুলের মাশুল নির্ভুল জাগিয়ে তোলে ভয়,
সোনামুখি সূচের ফোঁড়ে রঙ্গিন নকশীকাঁথা
অন্তর্মুখী হাজারো ঘাত অদৃশ্য সেই ব্যথা !


ভাঙ্গলে হৃদয় চূর্ণ চৌচির লাগেনা জোড়া,
বৃক্ষ কর্তন করে বিফল জল ঢালা গোড়া!
ঝড়তুফানে মাঝ দরিয়ার মাঝি দিশাহারা,
দিকভ্রান্ত পথিক একলা প্রান্তর মরু সাহারা।


সুখবিভোর হৃদয় যখন স্পর্শ দোলায় নাচে
না চাইতে ধরা দেয়া সুখ পাওয়ার কাছে
ভাললাগে মরা নদী ছেঁড়া পাল ভাঙ্গা তরী,
হেসে উঠে লাল গোধূলি খেয়াঘাটের বট ঝুরি!


খুশীর জোয়ার এলে হৃদয়,সুখে নৌকা ভাসায়;
জেগেই থাকে ক্লান্ত আঁখি প্রিয়জনের আশায়,
হাসিমুখে ত্যাগসুখ বাঁধনে বিদ্ধ শূন্য বুক,
মূক থেকে মুখরতা,মুখরিত শিহরিত সুখ।