একলা আমি পথের শেষে পথহারা
ভীরু চরণ ভীত নয়ন ভয়ে দিশাহারা,
একশো আমি মনোবলে করতে সবে প্রীত
পাতানো শত জালের ফাঁদে হয়ে যাই ধৃত!


স্বার্থ বিহীন দিয়েছি অশেষ অনেক প্রিয় সঙ্গ
জড়িয়ে হৃদয় ভালবাসা মাখতে শরীর অঙ্গ,
মরীচিকা মায়ায় বিবশ সংবেদী সব প্রত্যঙ্গ
বিচ্ছেদ আর ব্যবচ্ছেদে আমি বিকলাঙ্গ!


আঁধার ফেলে আলোর কোলে ছুটে অবিরত
ফিরে দেখি অন্তর জুড়ে ক্ষত চিহ্ন শত!
অনেক কথার ফুলঝুরি হাজারো ফোটা ফুলে
বোবাকান্না ফুঁসে উঠে যতি হীন অতি ভুলে।


মোহ ভুলে বাস্তবতায় হৃদয় করেছি বিলীন
দীপ্তি কোথায়!চরিত্র রূপ হয়ে গেছে মলিন,
বিষাদ ভরা নিশীথ সমান কাটছে প্রতিদিন
অশুদ্ধতা পর্বত প্রমাণ বিশুদ্ধতা অতি ক্ষীণ!


একা আমি একশো হৃদয় বিলিয়েছি খুশি,
এখন দ্বিগুণ চতুর্গুণ বেশি পোড়া অন্তর পুষি
একা আমার একাগ্রতায় ভাবনা শত মতে,
একশো এক পথ মিশেছে আমার একা পথে।


--------
চকোলেট হিল,
ফিলিপাইন।