(সম্মানিত সর্বজন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রবাসী একটি সেমিনার এই প্রয়াসের প্রেরণা।অনূদিত ও হয়েছে কিছু ভাষায়। বাংলাভাষায় বাংলা কবিতার আসরে প্রকাশ করে পাণ্ডুলিপির ঋণ শোধ দিলাম, ত্রুটি মার্জনা করিবেন)
...............         ................
জন্মগত বাংলাদেশি বাংলাভাষা প্রাণে,
কর্মযোগ হরেক দেশে হৃদয় মাটির ঘ্রাণে
দারুচিনি দ্বীপদেশে ঘুরেছি কত সুবাসে
ভিন্নদেশীয় অন্য সংস্কৃতি বাংলা ভালবাসে।


মালয় দেশের ভিন্ন প্রদেশ বিভিন্ন বন্দর
ঘুরেছি শহর গ্রামের ভেতর বাহির অন্দর
বাংলাভাষার প্রীতির কথা পেয়েছি অনেক
কম হলে ও আধো বোলে শুনেছি খানেক!


সর্বপ্রথম মানব যেথা রেখেছিলেন প্রথম পা,
লঙ্কা দেশে সেই পর্বতে গিয়েছিলাম একদা
সর্বপ্রথম ভাষা উৎপত্তি এখানে এই পাদদেশ
তামিল সংস্কৃত রূপান্তর শেষে বাংলা বেশ।


মধ্যপ্রাচ্য ইউরোপ ইরাক আরব জাপান
বাংলাভাষার অনুভবের দেখেছি হৃদয় টান,
ফিলিপিনো চকোলেট হিল কম্বোডীয় সাগর
তাইওয়ান চীনদেশে শব্দ শুনেছি বাংলার।


অল্পেই তুষ্ট আমি অধিক নাহোক বারতায়!
আমার ভাষা শুনেই খুশি ভিনদেশি কায়দায়,
সর্বজনে বলেছি আমি স্বীকৃতি ও ভাষারগান
ভাষার জন্য জীবনদান রক্তঝরা অবদান।


কাব্য চক্রে নাম বলিনি অন্য আরো দেশ!
বাংলাভাষায় দু'চার কথা বলতে পারা রেশ,
আমার প্রাণের ভাষায় সুখে মুখর যত চর্চা
তাদের জন্য ভালবাসা উপহার কাব্য কড়চা।