খ্রিষ্ট পূর্ব দুইশ পঞ্চাশ রামায়নে বর্ণিত প্রকাশ
দেব বাহন রূপে সবচে পুরনো এর ইতিহাস,
পালঙ্ক' তদীয় রূপ 'পল্যাঙ্কিকা' সংস্কৃত মূল
বিশ্বজোড়া খ্যাত,এখন খোঁজে দেখায় ভুল!


চৈনিক নাম 'জিয়াও' প্রাচীন রোমে 'লেটিকা'
বঙ্গদেশে 'ডুলি' নামে কেউ বলতো 'শিবিকা'
জাপান দেশে 'নেরিমোনো' থাইল্যান্ডে 'ওহ'
তুর্কী 'টাইটেরেভান' ভিয়েতনামে নাম 'কিউ'


কোরিয়ান 'গামা' স্পেনে রাজকীয় 'লিটেইরা'
আকৃতি গঠন ভিন্নতর,সাদৃশ্য টানায় বেহারা,
জাভায় 'জোলি' ইংল্যান্ডে 'সিডান চেয়ার'
অতীত বাংলাদেশি চৌদুল,তানজান 'কাহার'


প্রথমত রাজা বাদশাহ সম্মানিত রাজপত্নী
তারপর প্রসার যাত্রা সম্ভ্রান্ত জন সেনাপতি,
হিন্দু মুসলিম ধনিক,ইউরোপীয় বণিকজাতি;
পর্যটক ম্যগনোলি,ইবনে বতুতার মুগ্ধতা স্তুতি।


বহুকাল শতাব্দী পেরিয়ে বিলাসী বাহন!
ক্রমান্বয় উন্মুক্ত সাধারণে, নাইওর বহন;
বলবান বেহারা কাহারের হুন হুনাহুন হুনরে
বিবাহ বরকনে উৎসব বরণ আগমনী সুরে।


ইঞ্জিনচালিত যন্ত্রযান প্যাডেলচালিত গতি,
মর্যাদা বাহনে শ্লথগতি অঙ্কিত  চিহ্নিত যতি!
'পালকি' কাব্যস্মৃতি,নেই পালকিবাহক গান;
হারানো পালকি জাদুঘরে দেখো হয়েছে অন্তর্ধান।