হারিয়ে গেছে অনেক কিছু খোঁজ নাহি পাই,
দেশের যুদ্ধে পিতামাতা স্বামী সন্তান ভাই;
জীবন যুদ্ধে হারিয়ে বিনয় নৈতিক অবক্ষয়
মনুষ্যত্ব হারিয়ে দিয়ে নিত্য চাওয়া জয় !


বিবেকবোধের দরজা খোলা হারিয়ে আগল
মস্তিষ্কে ঘুণ ধরেছে দিশাহারা ভ্রমান্ধ পাগল!
হারিয়ে সাহস অসৎ খঞ্জর সৎসাহস মারছে
সীমারেখার বাইরে মিথ্যা,সত্য বেশি হারছে।


ডানহাতি দান হারিয়ে বাঁহাতি ঘুষ বাড়ছে
অন্নহীন অন্ন হারা মুখের গ্রাস কেউ কাড়ছে,
নীরবতা হারিয়েছে কোলাহল খুব আসছে
বিগতযৌবনা সর্বহারা,বীরাঙ্গনা খুক কাশছে।


হারানো সত্য প্রেমে কয়জন  ভালবাসছে?
হারিয়ে ফেলা সম্ভ্রমে কিশোরী প্রাণ নাশছে
হারিয়ে গেছে নদীস্রোত বেওয়ারিশ ভাসছে!
হারিয়ে যত লাজলজ্জা বেহায়াপনা হাসছে।


লুপ্তপ্রায় পিতৃভক্তি মায়ের পায়ে শ্রদ্ধা ঠাঁই,
টান হারা বোনের স্নেহ আদর বিহীন ভাই;
হারিয়ে যাওয়া মূল্যবোধে সীমানা কি নাই?
হারানোর যুদ্ধজয়ী হৃদয় যে গড়তে চাই ।।