বহিঃবিভাগ গাদাগাদি জরুরী ভিড় ধামাকা
প্রধান ফটক বিপণী মেলা ফ্রি বেড ফাঁকা,
মুফত চিকিৎসা পাওয়ার যুদ্ধে বেঁচে থাকা
চালচিত্র এমনই বেশি গচ্চা সরকারী টাকা!


হুড়োহুড়ি আহাজারি আর্তনাদে কি দুর্গন্ধ?
বড় ডাক্তারবাবু ব্যস্ত ভারি দরজা তাই বন্ধ!
বোর্ড সাঁটানো পদবী বিভাগীয়  শক্ত নামে,
চেয়ে কাটানো দুর্ভাগা নেয়ে উঠে ঘামে !


একপাশে টোকেন স্লিপ বলয় ক্ষমতা কুঠুরি,
ঠেলাঠেলি একচোট লুট হয় ভিক্ষার গাঁটুরী;
কোনমতে সামলানো প্রাণ হতাশার লাইনে
শেষতক মিলে কিছু মেলেনা ঔষধ আইনে!


অবস্থা গুরুতর প্রাণটা ধড়ফড় যায়যায়,
সিট নেই বেড নেই কি করা হায় যন্ত্রণায়!
গোঁগোঁ করে লাভ নেই দাঁড়িয়ে থেকে ঠায়
চোখ কান খোলা হলে ডাক মেলে ইশারায়;


টয়লেটের পূব কোণে থ্যাকথেকে মেঝেতেই
নিজেই সটান,বলবে কে বিছানা পেতে দেই!
গাঁটের কড়ি যাক ভর্তি পাওয়া বড় সম্বল
বরাদ্দ কম রোগী বেশি,সংকটাপন্ন কম্বল?


ব্যতিক্রম কোথাও কিছু সরকারী হাসপাতাল,
অসহায় দুস্থ রোগা হাসি চিকচিক করা গাল;
সরকার যাইহোক দিচ্ছে, কারা তবে লুটছে?
শতকরা অর্ধেক বলুক চিকিৎসা কিছু জুটছে।