আজকাল স্বপ্ন বেশ এলোমেলো ভুল,
চাওয়া আর পাওয়াতে মিলেনা একচুল
মন খুব চঞ্চল হাওয়া,উড়ুউড়ু চপল দোদুল
প্রাণে বেদনা ভীমরুল দুঃসহ ফোটানো হুল!


স্বপ্ন রচনা সেও দুর ঘোরাপথ ভুল কৌশল,
পথিমধ্যে হতাশা ছড়ানো ব্যাথা শতদল
ছলনাযুক্ত ক্ষয় প্রেমে,পুণ্যের পায়ে শেকল!
বক্ষ চাপানো জগদ্দল, চক্ষু ছাপিয়ে জল।


স্মৃতি খুব নড়বড়ে স্মৃতিপট ও নড়চড়,
স্মৃতিময় স্মৃতিকথা স্মৃতিলোপ পরপর;
সম্মান সংগ্রামী,মেনে নেওয়া নীতি খর্ব!
বেঁচে থাকা যে যেমন  রীতিমত বোধ গর্ব।


মন মিশে আবেগে,বিবেক বিকানো বিবাগী;
প্রিয়জন অনুক্ষণ রাগত বোধের অনুরাগী
এভাবে অবহেলা এত জীবন কি চলে?
যন্ত্রবৎ যন্ত্রণা ঝংকৃত ঝংকার মেশানো ছলে!


সাধুবাদ নয় সন্ন্যাসগ্রহণ নয় শুধুই স্নিগ্ধতা,
জীবনে থাকুক জীবনের মত মুখর মুগ্ধতা;
জীবন সুবাসিত হোক বিমল বিনীত বোধে,
হৃদয় বিলিয়ে থাক অসুখী পরদুঃখ রোধে।