কিছুকিছু মানুষ নাকি হৃদয়বান হয়!
বাকি মানুষ তাহলে কি সহৃদয় নয়?
বিশাল হৃদয় বড় কি আকৃতির রয়!
সব মানুষের হৃদযন্ত্রে অলিন্দ নিলয়।


অক্টোপাসের তিনখানা হৃৎপিণ্ড বা হৃদয়
মারণ কৌশল ভয়ংকর দেখেই জাগ্রত ভয়,
সংখ্যাতত্ত্বে হৃদয়বান অক্টোপাস তবু নয়
চাতুর্যময় মানব হৃদয় সর্বনাশা জেগে রয়।


কিছু মানুষ উচ্চ বংশের পদবী অহং জড়ায়!
নিম্নবংশীয় তাই বলে কি ধূলিতে গড়ায়?
আভিজাত্য মতিভ্রম সে কতটুকু হয় উচ্চ?
আত্মা শুদ্ধ না হলে নীচতম অতীব তুচ্ছ!


কাউকে দেখি জ্ঞান গরিমায় গর্বিত বড়াই,
অল্পজ্ঞ জন,কিছুই কি তার জানা নাই?
ভুল ধারনা,জানতে বাকি ঢের অজানা;
তালকানা মূর্খ তারা অনিয়মে নিয়ম মানা।


কিছু মানুষ পোশাকি দৃশ্যত ধোপদোরস্ত,
জগতবাসী অবশিষ্ট কি চাষাভুষো ও গেরস্ত?
উৎসমুল সেই নেংটিপরা আদর উদার হস্ত,
ছিন্ন শাড়ি ঐ জননীর পায়ের নীচে বেহেশত।


আসল কথা, কিছু মানুষ শুধুই মানুষ রয়;
বাকি অনেক মানুষ নামের হীন পরিচয়!
মনুষ্য গুণ দুঃখ সয়ে সুখের রেণু বিলানো,
অমানুষ সিদ্ধহস্ত হয় স্বার্থান্ধ মত মিলানো।