বিশাল পাট গুদাম ধানের গোলা মস্ত,
শহর গ্রামে গাড়ি বাড়ি সমাজ ও ত্রস্ত;
দশ গ্রামে সুনাম ছিল ধন ও দানে ধন্য
বাবার বাবা জমিদার দিয়েছেন সামান্য!


তিনশো বিঘা জমি ছিল নিজ মালিকানা
অনেক দূর জেলাশহর জানতো ঠিকানা,
ধনী যেমন গুণী তেমন সহজ ও সরল
গর্ব নয় ভালবাসায় আপন করতেন গরল।


রেখে গেলেন আহামরি শুধু তিন পুত্র,
উত্তরসূরি দাবীদার এইতো পৈতৃক সূত্র
মৃতের নিশ্চিহ্ন স্মৃতি গর্দভে অহং জাগে!
এত কিছু রেখে বাবা মরেননি কেন আগে?


ধনের বড়াই থাকেনা পাপ যদি হয় যথেষ্ট,
একটি ও সন্তান থাকলে কুলাঙ্গার পাপিষ্ঠ!
তিনশত বিঘা তিন শতাংশে এখন পরিণত,
ঘর ভিটা বন্দোবস্ত অন্নকষ্টে পিত্তে ক্ষত!


মৃত বাবা পুত্র ছিলেন তাঁর বাবার একমাত্র,
বিনয় প্রীতি সৎ চরিত্রে নীতিবাদী সুপাত্র ;
দলবদ্ধ তিন পুত্রের অলস গর্ববোধ গাত্র,
বেহিসাবি হিসাব চুকেছে বিলাসী পাণ পাত্র।