খুশির রঙ আছে মন তাই দোলে নাচে,
আনন্দ প্রকাশ হেতু খুশিতেই পূর্ণতা যাচে;
প্রাণ আছে যত যার, খুশিখুশি বারতা তার;
ভজনে দেবতা খুশি ইবাদতে প্রভু নিরাকার।


ক্ষুদ্রাতিক্ষুদ্র ক্ষুদ্র খুশি বৃহদাকার যেথা বৃহৎ,
আরতি মূরতিতে খুশি হতে হবে সেথা সৎ;
জীবন জড়ানো খুশি আধার প্রকৃতিগত ভিন্ন
খুশির আতিশয্য কভু আবার প্রকৃত হয় ছিন্ন!


খুশির জোয়ারে ভেসে ফোলে উঠে নদীজল
প্রাণেতে খুশি জেগে বেড়ে উঠে মনোবল,
ভাললাগা খুশি ময় ভালবাসায় আতিশয্য
শ্রদ্ধা স্নেহে খুশির খুনসুটি করা হয় সহ্য !


খুশিতে ফুল ফোটে সুবাসিত কত রঙিন,
খুশি সাজিয়ে সুন্দর সজ্জিত হৃদয় আঙ্গিন;
বাঁধনে বাহুডোর প্রিয় খুশি স্নিগ্ধতায় হাসে
খুশিতে ছেঁড়া পালে ভাঙ্গা তরী খুব ভাসে।


ভরে যাক এ জগত আনন্দ খুশি ময়,
খুশি থাক তৃষা তৃপ্তি অল্পে তুষ্ট হৃদয়;
সৃষ্টির খুশিতে নিত্য আনন্দিত হোক প্রভু,
নিজ খুশি লভিতে অন্যজনে ব্যথা নয় কভু।