ধর্মের কল নাকি বাতাসেই নড়ে!
ধর্মে ও কর্মে তবে পার্থক্য কেন গড়ে?
কর্মের ফল প্রাপ্তিযোগ নিশ্চিত পুরষ্কার,
অকর্ম নিষ্ফল লোভে লাভ অহিত তিরস্কার!


স্বপ্ন দেখতে দোষ নেই,শান্তি সুখেরই স্বপন;
অন্যের আবাদি ভূমি দখল কেন বীজ বপন?
সত্য মুক্তি দেয় মিথ্যা আনে ঘোর ধ্বংস,
সত্যের সাথে জোড়া কেন মিথ্যার অংশ?


বন্ধু মানে দুটি হৃদয় মিশে অভিন্ন এক হৃদয়,
শত্রু হানে ভ্রুকুটি তায় শেষ চিহ্ন শোক নির্দয়,
প্রিয়জন প্রিয় মুখ ভাললাগা সে চালচলন
অপ্রিয় অনুভবে জাগে কেন নৈতিক স্খলন?


বর্ণ ধর্ম গোত্র জাতি সবাই যদি এক মানুষ,
হীন স্বার্থ চরিতার্থে ভুলি কেন কথার ফানুস?
মুখে মধু অন্তর ভরা বিষ কেন এত বেশী?
সাম্যবাদী শ্লোগান দিয়ে জবরদখলী পেশী!


না পারিলে শিখতে হবে চেষ্টা হাজার বার,
সব পারি শোরগোলে তেষ্টা কেন পগারপার!
আপনারে বড় দেখা আহাম্মকির সার,
ছোট হও বিনয়ী রও কেন তবে অসার?


তেলে জলে মিশে না, হয় না একত্র কভু;
একরঙা রক্ত ভিন্নবর্ণ গাত্র কেন দিলে প্রভু?
অসঙ্গতি এমন অনেক কোটি অমিল ছত্র!
ভুল গতি, কেমনে পাঠাই প্রভুর প্রতি পত্র?