চলো পাল্টে দিই সংজ্ঞায়িত ক্ষুদ্র হৃদয়,
সমূলে উপড়ে ফেলি আমূল দরিদ্র ভয়;
ভিন্নতা ভিন্নমত ভিন্নতর সর্বনাশা যত ক্ষয়,
অভিন্ন এক হৃদয় দিয়ে সুবাসিত করি জয়।


অভিমান মাখানো কালিমাময় অনুরাগ তুলি,
অপমান সাঁটানো ধূলিময় অনুযোগ ভুলি;
প্রফুল্ল করিয়া বক্ষ, উন্নত করি দীন চিত্ত;
উৎফুল্ল করিয়া চক্ষু, নত করি হীন বিত্ত!


হিংসা জড়ানো জালে ঈর্ষা ছড়ান ডালপালা
অহিংসা বাড়ানো গলে আশা পরানো মালা,
মিলেমিশে একাকার হই প্রাপ্তি ও অপ্রাপ্তিতে
মৃদু হেসে হাহাকার পোড়াই তৃপ্তি অতৃপ্তিেত!


যোজন দূরত্ব রাখা হৃদয়ের তন্ত্রী টানে
বোধন কৃতিত্ব আঁকা সময়ের যন্ত্রী তানে,
সীমাহীন দৈন্যতা ঘুচিয়ে বিস্তৃত করি প্রাণ
নিশিদিন হীনতা মুছিয়ে বিস্মৃত স্মরি ম্লান।


আর কত দুরাশা জড়িয়ে দুশ্চরিত হৃদয়!
দূর শ্রুত নিরাশা মুড়িয়ে চিরহরিত নিলয়,
এসো গান গাই নব সুরে গড়ি অভিন্ন প্রীতি,
ভালবাসি কাছে দূরে যত নিরবচ্ছিন্ন স্মৃতি।