সহজ কথা বলতে গিয়ে হয়ে যায় কঠিন,
ঘামছে মাথা ঘোরপ্যাঁচে ডানে বাঁয়ে অন্তহীন
স্বভাবতই নাকি ভুল স্বভাবী এই চন্চন্!
হরহামেশাই নাক গলিয়ে যাই আনমন।


প্রাণপণে কর্ম গতি, ক্রিয়াতে রয় দুরাশা;
ধ্যান ও ধনে অসঙ্গতি বাড়িয়ে দেয় নিরাশা!
অলক্ষুণে হাতের দোষ পায় না নাগাল যশ,
কুক্ষণে জন্ম বাসর পিত্তি ভরা তেতো রস!


মুখে মুখোশ মূর্খতারূপ, বিন্দুবৎ নেই মধু;
মুখচ্ছবি মুখ চুন মুখ্য গুণ,নিলাজ কুল বধু!
হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছি অহরহ,
পা ফেলতে মাপছি না,কোথা যাচ্ছি অর্থবহ?


তালেগোলে কাটছে দিন এইভাবে আর কত?
না বুঝে বেশী বুঝে অসার অসাড় বাড়ছে ক্ষত!
পড়ছে মাথায় বাজ হইনা তবু সোজা সলাজ
পুড়ছে ব্যথায় চিত্ত,স্বভাব প্রভাব কারুকাজ।