মালতী'র জন্মদিন ভীষণ ঝড়ো এক শনিবার
মৃত্যু একই রকম রহস্য পারিনি শুধু জানিবার
আমার বাড়ির আঙিনায় কিছুই তো না জানি
রোজ সকালে নিয়মিত সাজাতো ফুলদানি।


উত্তরপাড়ায় হিন্দু বাড়ি মাঝপাড়া কদলী বন
দক্ষিণপাড়া মুসলমান শেখেরা খুব বিত্ত জন,
পূবের মাঠের পশ্চিম কোণে আমার বসত ঘর
পুকুরপাড় বকুলতলা ঝরতি কুড়ানো আসর,


জাত মানি না বাসুদেব দাস ছিলেন নমশূদ্র,
তাহার মেয়েটির চলনবলন দেবী তুল্য শুদ্ধ
হারান শেখের পাঁজি ছেলে হারামি বেটা বুদ্দ
আগলিয়ে রোজ অসভ্যতা পথ করে রুদ্ধ!


রাতে ছিল কালবোশেখি ঝড়জলের সকাল,
মৃত্যু না অপমৃত্যু! ফুটন্ত ফুল ঝরেছে অকাল!
সব পাড়ায় শোরগোল,পালিয়েছে ইতর বুদ্দ;
বোবা বিলাপ কান্নায় ভাসছে বাসু নমশূদ্র।


আমি কেঁদেছি খানিক,বাসুদেব কাঁদে অঝর;
অসবর্ণ?অচ্ছুত? ভাঙ্গলি কেন বক্ষ পাঁজর?
কোন সে জোর?কি নীচতায় হীন অপকর্ম!
যমে ধরা জারজ অসুর করলি এহেন অধর্ম?