কনে দেখা লগনে খুশির দারুণ শুভক্ষণ,
খুঁটিয়ে রেখা চিহ্ন শরীর কত কি লক্ষণ!
ঠোঁটের উপর বড় তিলক কিছুটা অলক্ষুণে,
শনিবার জন্ম! তাতো দেখছি বেশ কুক্ষণে।


ঘোমটাপরা এ কেমন দেখিয়ে দিয়ে চুল!
আধহাত টানলে ঘোমটা কনে সাজে ফুল,
চুল দেখি গো,আহা!এত্ত ছোট এমন রুক্ষ শ্রী
শ্যামলা গড়ন অঙ্গশোভা তেমন নয় রুপশ্রী।


হেঁটে দেখাও, দশ কদমেই বুঝেছি পা বাঁকা;
লিখে দাও,নামধাম কি লিখলে বুঝিনা আঁকা
নাহ! না চলবে না এ যে অনেক বেশি খুঁত,
কম জানে ধর্ম কর্ম পূত পবিত্র চাই নিখুঁত।


বর আমাদের বেটাছেলে কর্মঠ সবল পুরুষ,
গায়ের রঙ করোনা হেলা বিত্ত ভরা পরশ!
বাড়ি গাড়ি ব্যবসাপাতি আছে কাঁড়ি কাঁড়ি,
বিদ্যা কিছু কম পাছে তবুও চিনে কমা দাড়ি!


এমন ঘরের বউ হওয়া নেহাত ভাগ্যগুণ,
গহনাদি খরচাপাতি বাড়িয়ে দাও দ্বিগুণ!
তারপর ঘরের বধূ ঘরে পুত্র রয় বেসামাল,
পুত্রবধূ হওয়ার পূর্বাপর কিছু কিছু হালচাল।