রসিকজন রসান কথা গুণীজন সদালাপ,
বিশিষ্ট জন হাস্যবদন,আড়াল রয় অপলাপ;
গোবরে পদ্ম ফোটে,শুনিনি কখনো গোলাপ,
ঘোর বেঘোরে বাহুল্য বিকিকিনি শুকনো জোলাপ!
দোষ দিই পাগলের ঘাড়ে,বকে জঘন্য প্রলাপ।


বাজারদর বাণিজ্য সূচক উঠানামার ধাপ,
রাজার ঘর রাজ্য বদল বেমানান উদার খাপ!
ডিগবাজি অদলবদল দলছুট বারংবার ঝাঁপ,
ঠকবাজি বাজায় মাদল মারকুটে কেউটে সাপ!
টাট্টুঘোড়া বরপুত্র তাই বুঝি এত অভিশাপ?


শমগুণ প্রাণান্ত চায় অপ্রাপ্তিতে ভাসে অনুতাপ,
শাপশাপান্ত তায় অতৃপ্তি হাসে মস্ত পাপ!
তাপিত হৃদয় শোকতপ্ত প্রাপ্তি হয় মনস্তাপ,
পাপী নয় পাপ ঘৃণ্য,জাগ্রত করো পরিতাপ;
যাপিত জীবনে নগণ্য পাপ জঘন্য পরিমাপ।


ত্রিপাপ সিদ্ধ উপপাপ লঘুপাপ ক্ষুণ্ণ আলাপ,
অপাপবিদ্ধ সারকথা পারাপার শূণ্য বিলাপ;
আতপ প্রখর তাপ,বক্ষে থাক শুদ্ধতার ছাপ;
বাক্যালাপী প্রহর এসে চক্ষু পাক বিশুদ্ধ মাপ!
উপলেপ অবলেপ নয় সত্য প্রলেপ হোক ক্রিয়াকলাপ।