কেমনে খাই! করলা নিম নিসিন্দা গুণে তেতো,
সস্তায় পাই,রক্তশোধক নিচ্ছি লুফে পাচ্ছি যতো;
গিলছি বেশ,জোর করে নয় উদর অভাব দোষে!
গলাধঃকরণ সচরাচর, রাত ভোর প্রভাব প্রদোষে।


মাছ মাংস অরুচি এখন বাজার চড়া এই দেশে,
সবজি ভোজন ডালবড়া ছড়িয়ে দাও সব প্রদেশে;
আনাজপাতি কচুঘেঁচু খুঁজে কি লাভ রসাল লিচু!
নিভে যাওয়া প্রদীপশিখা মশালবাহক পালায় পিছু।


সংস্কৃতিচর্চা কীর্তিলোপ আমোদ বিহীন ক্ষীণ প্রমোদ,
চটকদার ভুল প্রসঙ্গ, বিচ্ছিন্নতা গুনছে ক্ষণ প্রমাদ!
সব্যসাচী ধ্বজাধারী! বাহাদুরি মিথ্যে জ্ঞানে প্রতিপাদ্য,
অজ্ঞতা ভুল বাহারি,খুঁত খোঁজে বক্রটানে উপপাদ্য!


পাণ্ডিত্য জ্ঞান বিকিরণে ফুল ছড়ানো ভুল প্রলাপ,
পরিসর ক্ষুদ্র কোণে বেহিসাব জড়ানো তাই অপলাপ!
জয়ধ্বনি বাজে, জয়ধ্বজা সাজে হচ্ছে কেউ আনত!
প্রপদ দেখেই প্রবোধ পেয়ে, হচ্ছে বা কেউ প্রণত।


অনুতাপ করোনা কেউ পরিতাপ ভরা দীর্ঘশ্বাস,
পরিহাস ভেবোনা ভাই, সুযোগ পাপীর উপহাস!
পৌষালি শীত বছর ঘুরে একবার ফিরে আসে,
নিজের কাঁথা ছেঁড়া হোক, রাখো তাই পাশেপাশে!