একটি স্বপ্নের কথা বলি,
নোংরা পূতিগন্ধ ময় একটি সরু গলি;
একটি নেড়িকুত্তা মিটমিট তাকিয়ে,
নৈশ প্রহরী একবার খিটখিট হাঁকিয়ে!


একটি হুলো বেড়াল রাগে গরগর করছিল,
ডাস্টবিন ভাঙ্গাচোরা একটি উপচে পড়ছিল!
একটি একবাতির ল্যাম্পপোস্ট বাতি বন্ধ,
অসহনীয় তবু বাতাসে রহস্যময় এক গন্ধ;


একটি ইঁদুর একবার উঁকি মারলো,
আবছায়া একটি জলবিয়োগ সারলো;
একটি আকাশ একজন আমি দর্শক
নিঃসঙ্কোচ স্বপ্ন এক, নয় লোমহর্ষক!


একটি রক্তমাখা সিরিঞ্জ ছিলো একপাশে,
তারপর একজোড়া ছায়া নড়েছিল আভাসে;
একটি চাপা হাত অন্যটিতে কেঁপে গেঁথে দেয়!
সূচ এক তৃপ্তি ও এক, শরীর শুধু বদলে নেয়!


একটি প্রশ্ন ছিলো কি সুখ পাও?
জবাব একটিই দিলো, আরে! দূরে যাও
একটি স্বপ্ন দেখছি, এখানে কি চাও?
নতুন পাগল এক! কি গান গাও?
__________©১৯৯২_____________