সুপ্রিয় এলাকাবাসী,ভাইসব, আগামী মঙ্গলবার
আমন্ত্রিত আপনারা সবাই, যদি ও হাট বার।
এক 'বিশাল কাবাডি(হা ডু ডু)খেলা প্রতিযোগিতা'
ইদ্রিসের দল ও মদন পাল, করবে প্রতিদ্বন্দ্বিতা।


অনেকদিন হয়নাই দেখা কাবাডি কাবাডি খেলা,
ভুলে গেলেন? আয়োজন তাই, করবেন না হেলা।
হাড্ডাহাড্ডি লড়াই হবে বাজারঘাটার বটতলা,
দর্শক স্বার্থে বন্ধ রবে পূর্বমুখী হাঁটার পথচলা।


লেদু চৌধুরী চিরকুমার, ঝানু খেলোয়াড়;
নবীন প্রবীণ জমবে খেলা ডাকাতিয়া নদী পাড়,
আতর মিয়া বয়স হলে ও রাখতে পারেন দম!
প্রতিপক্ষ তাগড়া 'মদন' তারা ও নয় কিছু কম!


খাল পারাপার, খেয়াঘাট, বিনে পয়সায় খোলা!
জমিয়ে দেখবো মজা,খেলায় মজে আত্মভোলা;
বাচ্চা বুড়ো সবাই পাবেন বাদাম আধা পোয়া!
মণ্ডা মিঠাই কিনে খাবেন মুড়ি, মুড়কি, মোয়া।


মা ও বোনেরা আসতে পারেন বসার জায়গা নাই,
পশ্চিম পাশে বাঁশ বেঁধেছি সেথায় পাবেন ঠাঁই;
হা ডু ডু 'কাবাডি' ধ্বনিতে জাতীয় খেলা হবে
সুবর্ণ সুযোগ! পাবেন কোথায়! দেখবেন আর কবে?
_______©২০০৬____________________________
---------------------পোস্টার-০৪-----------


★পাদটীকাঃ
প্রতিটি দেশের একটি জাতীয় খেলা থাকে।
ইংরেজদের জাতীয় খেলা ক্রিকেট, আমেরিকানদের জাতীয় খেলা বেস বল। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি।   একসময় গ্রামবাংলার আনাচকানাচ মুখরিত হতো ঐতিহ্যবাহী এই খেলার জমজমাট নৈপুণ্যে। কিন্তু কালক্রমে এই খেলার কদর হারিয়ে যেতে বসেছে। দশ বছর আগেও স্কুলভিত্তিক আন্তঃজেলা বা থানা কাবাডি প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ত।
সংশয়ে আছি,আগামী প্রজন্ম চিনতে পারবে তো! হা ডু ডু অথবা কাবাডি খেলা।
(উপরের লেখাটি কবিতার আদলে, মূলত এটি একটি ব্যতিক্রমী পোস্টার। একটি কাবাডি খেলার আয়োজনে সম্পৃক্ত আমন্ত্রণ। যাতে আমি একজন আয়োজক ছিলাম।)