এখন ভীষণ ব্যস্ত আছি,
আর মাত্র ক'টা দিন পরেই এসো;
তখন শশব্যস্ত যদি বাঁচি,
সুস্থ গাত্র জটা বিহীন হলেই ভালবেসো।


একটু গুছিয়ে নিই,
তারপর স্বপ্নের সিঁড়িতে অবরোহণ;
আরেকটু সাজিয়ে দিই,
স্বার্থপরতা কাটিয়ে দেরীতে হবো জগমোহন।


বড় ডাক্তারবাবু বলে দিয়েছেন,
বড় জোর মাস ছয়েক লাগবে আর;
বড় আপনজন বলেই নিয়েছেন,
বড় দোর দেয়া কাঁচের ঘরে বারবার।


ভয়ে নয়, যেতে চাইনি একা!
ইতিউতি খুঁজেছি পীড়িত হৃদয়ের স্বজন,
চেয়ে চেয়ে পাইনি দেখা,
বিষম পিরিতির চ্যুতিতে অলিখিত প্রিয়জন!


এখন সিদ্ধ হবার চেষ্টা সাধনায়,
দিন গেলে কিভাবে থাকব তোমায় ভুলে!
এখন শুদ্ধতা পাবার তেষ্টা আরাধনায়,
ওপারে প্রতিদান চাইলে ভালবাসা দিব তুলে।


_____________বিভাস,০৯__________________