সংসারে মিশে আছি দুঃখে ভরা গৃহ!
অহংকার ঘেঁষে বাঁচি সুখে সেরা গ্রহ,
সুখ চাই দুঃখ পাই, সাথে কত নিগ্রহ!
রোগ পাই শোক পাই, পদে পদে বিগ্রহ।


স্বপ্নের হাটে পসরা সাজাই হৃদয়ে আগ্রহ,
ঘাটে ঘাটে মন্দিরা বাজাই সদয়ে সাগ্রহ;
আরোহণ অবতরণে দুলিয়া তরী ভাঙ্গে অগ্র!
অকারণ অভিমানে ভুলিয়া স্মরি, স্মৃতি সমগ্র।


অসার, আঁধার ভরিত চেতনায় উৎকণ্ঠ ব্যগ্র;
অসাড়, গাধার চরিত, হতে চায় অকুণ্ঠ ব্যাঘ্র!
প্রচণ্ড উত্তাপে ভরা, হৃদয়ের উঠান চৌচির চূর্ণ;
দোর্দণ্ড প্রতাপে খরা, হাহাকারে প্রাণ পরিপূর্ণ।


ভুলে আমায় গৃহী বলো, আমি নই সাংসারিক;
দুলে হৃদয় দাহী ছলে, আমি রই সাংশয়িক।
ভাঙ্গা তরী ডাঙ্গা খোঁজে, অদক্ষ সাংযাত্রিক!
অঙ্গ ধরি রাঙ্গা সাজে, অপক্ব সাংস্কৃতিক।
___________________________________