অনেক সময় কতেক বছর পেরিয়ে গেলো,
পরিচয় থেকে পরিণয় সেদিন ফিরে এলো;
তুমি বৃষ্টি ভালবাসো, রৌদ্রছায়া এলোমেলো;
নতুন সাল প্রখর সকাল,অবশেষে বৃষ্টি এলো।


তোমার প্রিয় সাদা গোলাপ এবং যূথিকা,
দখিণা হাওয়ার মিষ্টি আলাপ, পূবের বীথিকা;
নতুন বছর নতুন দিন এমনিই ছিলো দেখা,
আমি চাই,দুঃখ বাসর এই দিনে হোক লেখা!


তেমনি দিন, বৃষ্টি আছে সঙ্গে রৌদ্রছায়া;
ফোঁটা ফোঁটা দৃষ্টি জলে আমার শীর্ণ কায়া!
স্মৃতিময় এই দিনে যেমন পেয়েছিলে ছায়া,
শুভ সাথে অশুভকাল জড়িয়ে বেশি মায়া।


পুরনো দিন পড়ছে মনে! মধুর কথকতা
আনন্দহীন অসুখ ক্ষণে বধূর নীরবতা।
নিত্য মুখর ময়নাপাখি বলেনি আজ কথা,
পথ্য বড়ি রাখছি তুলে, যথায় ছিল তথা।


বৃষ্টি থেমে মেঘমেদুর আকাশ ভরা লাজ,
জোড়া কপোত খুঁটছেনা ঠোঁট আজ।
মিলন দিনে, হারিয়ে হবো স্মৃতির তাজ!
নতুন দিন, রঙিন হোক তবু শোকের সাজ।