অনেক লেখা হলো কবিতা, রচনাদি, গান;
স্বজন হারানোর শোক, রক্তঝরা দিনের দান;
মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ, গাজীর অবদান
বিজয়োন্মত্ত আগুনে প্রজ্বলিত বীর বলিদান।


কৃষক, শ্রমিক,ছাত্র,মরেছেন লক্ষ লক্ষ জনতা;
বুদ্ধিজীবী, প্রকৌশলী, গুণী,শিক্ষক, আইন প্রণেতা
দেখা অ-দেখা, জানা অজানা, নির্যাতন চিহ্ন রেখা!
চেতনায় দীপ্ত, তৃপ্ত অতৃপ্ত শেখা হলো কত লেখা।


আর কত কান্না?  বুকের ক্ষতে পোষা, শ্রেষ্ঠ 'মুক্তিযুদ্ধ'
এবার একযোগে, মুক্তমনে দেশপ্রেমে হই সবে উদ্বুদ্ধ।
মুক্তির যুদ্ধ ও যোদ্ধাদল, বাঁচুক সম্মানে আত্মার সনদে
বিরাগভাজন নয় বিভাজন বিহীন দেশপ্রেমের মসনদে।


যতকিছু যাই হোক, প্রতিক্ষণ মনে ধরি প্রকৃত দেশপ্রেম;
স্ফুলিঙ্গ ছড়িয়ে যাক, স্বীয় দৃষ্টিকোণে বাঁধি ন্যায়ের ফ্রেম!
যুদ্ধাহত, যুদ্ধজয়ী কিংবা প্রজন্ম ছাড়িয়ে যত বংশধর;
এদেশ আমাদের হোক, আমরা হই দেশের অংশীদার।


'বাঁচতে চাই' মিছিল আরো কেন! পেয়েছি তো স্বাধিকার,
দুর্নীতি আদর্শ চ্যুতি কেন? উন্নতশির আমার অধিকার।
মুখে নয় বুকে ধরি, পতাকাধারী গর্বিত মানচিত্রের বিজয়;
'অন্যায় নয়' আমি শুরু করি, আমার প্রাপ্তিযোগ জয়।
______________________________
মুদ্রিত ও প্রকাশিত ©