অপেক্ষারত তীব্র দহন বিষময় লাগে,
কথা দিলে, পৌঁছতে হয় কিছু সময় আগে;
ঘাত প্রতিঘাত অশুভ, মনে হিংসা জাগে
ক্রোধে আগে সুস্থির হলে ক্ষতি কম রাগে।


করিয়া ভাবনা নয়, ভাবতে হয় আগে;
ভুল যদি থাকে কিছু এসে যায় বাগে!
ত্যাগ করিলে ঠুনকো সুখ, তৃপ্তি মেলে ভোগে;
সংযমী হলে আগে, অসুখের শোক কমে রোগে।


আমানত খেয়ানত নয়, মরণ হওয়ার আগে;
এতিম অনাথ মাথায় হাত বুলানো হোক সোহাগে,
ইশারা ঠিক জেনো, আগে দেখো পেলে কি সাড়া!
চেতন আগে শুদ্ধ হলে, নির্মল ভাব দিবে গাঝাড়া।


ওড়না পরার আগে বাঁধলে মাথার চুল,
খসে পড়ার লাজুক ভয়ে হয়না আর ভুল!
ওড়পুষ্প খোঁপাতে মানায়, বেখাপ্পা কানের দুল;
আগেভাগে দেখিলে, বিষ পিঁপড়ে ফোটাবে না হুল।


কত সহজ চূর্ণ ঘূর্ণন, জানলে কৌশল জাঁতার;
নির্ভয়ে আগে নামিলে জলে, শেখা হয় সাঁতার।
ধর্মকর্মে মনোনিবেশ আগে, নিশ্চিত পাবে জয়;
চিত্তের কালিমা ত্যাগী, আগুয়ান হলে হবে নির্ভয়।
__________________________________