ক্লান্তি ছাড়িয়ে, শ্রান্তি মাড়িয়ে, আকস্মিক আগন্তুক আসে;
প্রতীক্ষা পুড়ে খাক, সুন্দর জড়িয়ে পুষ্পিত হাসে!
এক চিলতে আকাশ তলে, নিভে জ্বলে নক্ষত্র পতন;
বহুরূপী চাঁদের পানে আবর্তন, কথনে শত যতন।


সাতসমুদ্র তেরো নদী পাড়ে, দূরভাষে বসত বাড়ি;
অনাঘ্রাত জীবনের সিন্ধু উদগ্র বহতায় পাড়ি,
সুবাসিত ঘ্রাণের দারুচিনি দ্বীপ,বুকে আড়াআড়ি!
মরু তৃষা যৌবন বিন্দু,অলখে করেনা বাড়াবাড়ি।


অনাগত সকাল, ক্ষয়িষ্ণু বিকাল ফুরিয়ে যায়;
চঞ্চলা চঞ্চূ তৃষাতুর হয়ে চৌচির অসহায়!
লিখে পড়ে অবহেলা পেয়ে বেদনা রুধির ঝরায়,
কবি নয়, কবি হয়, ছবিময় অভিনয় অশান্ত ধরা য়।


অতলে হারিয়ে যাওয়া, গভীরে জমে যাওয়া বোধ;
বেনামী বৃক্ষ ফুলে শোভিত করে আগন্তুক সুবোধ!
ভাষাতীত, আশাহত, প্রাণপণ সাধনায় প্রতিরোধ,
প্রতিবাদী কালি কলম বমিতে, শালীন প্রতিশোধ।


যুগেযুগে এভাবে অভাবে, কবি আসে কবি যায়!
পূর্ণিমাতিথি, অমানিশি, সুখদুঃখভয়, প্রবাহ ধায়;
'কবি' আগন্তুক ,আপাদমস্তক কবিতায় বেঁচে মরে যায়।
আড়ালে রয়, কবিতায় জয়, 'কবি' হলে মেলে সায়।


চরাচরে ব্যাপ্তি, কবি গায় কবিতায় শান্তির জয়গান;
বহমান,চলমান,বেগবান, বিদ্রোহ, বিরহ, অমিয় দান;
কবি আসে কবি যায়, স্মৃতিময় কিছু কবিতা মরে না!
স্বভাবতই প্রভাবিত জীবিত কবিতা, কবির সম্মাননা।
............................................................
__________  মুদ্রিত© প্রকাশিত  _____________