হাঁড়ির খবর পুনঃপ্রচার, নিত্য দিনের ঘোষণা;
হরিণবাড়ির মোড়ে  নিখোঁজ 'বেদের মেয়ে জোসনা'
গ্যাঁড়াকলে ফেরিনৌকা, পুনরায় ঘোর কুয়াশা চর!
নদী ভাঙ্গন নদী শাসন, লঞ্চডুবি হয় বাসি খবর।


নাবালক শিশু পীর, সর্বরোগে পানিপড়া ফুঁতে বিনাশ!
বিড়িবাবা, চুমুবাবা, অনন্য থেরাপি, ঘৃণ্য নারী বিলাস!
প্যাঁকপ্যাঁক বন্ধ, বলছে কথা, প্লবচর কিছু পাতিহাঁস!
পূতিগন্ধ ছড়ানো পরিহাস, আজগুবি পিছু ইতিহাস!


প্রতিদিনই সভা সেমিনার, নাম কীর্তন আর মেলা;
হরেক নীতির রীতি, পেটনীতিতে অসঙ্গতি খেলা!
জীবননাশক নেশার মত সংযোজিত ঘৃণ্য পেশা,
জনহিত নানা পেশায়, দুর্বিনীত চাল জঘন্য ঘেঁষা।


বিজ্ঞাপন ভরা 'পাত্র চাই' বিবাহিত হলে ও চলবে,
পাত্রী প্রবাসী ধনী সুশ্রী, আজ সরাসরি কথা বলবে!
চলনবলন ধরণ ধারণ আকর্ষণী তকমা আঁটা প্রচারণা!
অবলীলায় চলছে গ্রহণ আগ্রাসী ও সর্বনাশী প্রতারণা।


বহুরূপী হাজার ভুলের, মোড় ঘুরে যায় নতুন অমিলে;
কু - যুক্ত, অপ - যুক্ত; বিকৃত রুচির ভূরিভোজন গিলে!
প্রযোজক পরিবেশক অজানা, পুনঃপ্রচার সবার জানা!
তাজা খবর! ভিনগ্রহে বাড়ি, স্বপ্ন দেখায় আছে কি মানা?
......................................................
_____________ [♦♦♦] _______________