এত কাছে এসো না সখী, হেসে হেসে
পাছে দুঃখ পাবে কান্নায় ভেসে ভেসে!
অসুখী প্রভাবে জীবিত ক্ষণ,এভাবে মুমূর্ষু
অভাবিত অভাবে তোমায় ভীতি জড়াবে বিমর্ষ।


তোমাতেই ছিলাম আমি বা আমাতেই তুমি,
ধৈর্যবতী সহ্যগুণ প্রণামি, দিও আঘাতে চুমি!
ভয় পেয়ো না, হৃদয়ের অসুখ বিনা সংক্রমিত;
অভয় দিও না, অভয়ে সুখ, চাই না সংক্ষেপিত!


মধুময় হাসি, বাড়িয়ে দিবে করুণ বিষের ক্ষত;
মধুকর আসি, জড়িয়ে নিবে বরুণ শিশির যত;
অপেক্ষিত আক্ষেপে এই হৃদয় পুড়ছে অবিরত!
প্রকোপিত প্রকোপে ধুঁকছে প্রণয় পুরনো স্মৃতিগত।


চোখে চোখে চেয়ো না প্রিয়, লাগে আজ অসহায়;
নাকে নাকে ঘেঁষে দেয়া, অনুরাগে লাজ স্মৃতি হায়!
চেষ্টাচরিত্রে অনেক কষ্টে থেকেছি অপাপবিদ্ধ,
তেষ্টা রোধিতে শেষ ক্ষণে কোরোনা পাপবিদ্ধ!


অনুভূতির আঁতুড়ঘরে এখন সংক্ষুব্ধ ষড়ঙ্গ,
অব্যাহতি পাওয়ার তরে প্রাণ বিক্ষুব্ধ তরঙ্গ;
বাসনার লাগাম ধর, হারিয়ে গতির যতি জঙ্গম;
কামনার কুঠার ছাড়ো, অপ্রাপ্তি থাক রতি সঙ্গম।
..........................................................
________মুদ্রিত© প্রকাশিত________________