মিটিমিটি সন্ধ্যাতারা সখীর কানেকানে,
কি যেন কি বলে গেল আনচান করা প্রাণে!
উজ্জ্বল ধ্রুবতারা হাস্যময় টানে,
কিছু কি বলে দিল, আনমনা নিশি ঘ্রাণে!


'প্রেয়সীর হাসি '  তবে মলিন কেন?
ষোড়শীর উচ্ছলতা, ছিল যে চোখে মুখে;
রূপসীর রূপরাশি দীন কেন?
উর্বশীর চঞ্চলতা, ভাঙ্গিল কি শোকে দুঃখে!


চাঁদ পানে ঐ চাঁদপানা মুখ,
অলখে কাহারে খোঁজে বিচিত্র আল্পনায়;
আকাশ পানে কি ছড়ানো সুখ!
অপলক, তাকিয়ে থাকা তাই নেত্র কল্পনায়।


এতদিন অনুভব ছিল হেসে হেসে,
উথলিয়া উঠেছিল প্রাণ, সুখদুঃখ পাশাপাশি;
মায়াহীন রাত, কেন এলো ভেসে ভেসে!
উচ্চকিত হৃদয়ের গহনে অযাচিত অসুখ রাশি।


কি জেনেছে সখী, কাঁদে এত গোপন;
চলে যাবো দূরদেশে অজানা সুদূর গগনে!
বেদনায় নীল আঁখি, কাঁপে সঙ্গোপন;
দূর আকাশ পানে চেয়ে চেয়ে বিধুর লগনে।