ঘোমটাপরা ঘোমটাহীন খেমটানাচ নেচো না ভগিনী,
কোমলতম পেলব থাকো, হয়োনা ফণাধর ভোগিনী!
দেবী হয়ে ধুপ ধুনি যোগে চেয়ো না আতিশয্য আরতি,
দেবমায়া ত্যাগিয়া প্রকাশিত কর সুন্দর তব ভারতী।


সম্মানে রও, সর্বসুখের সিংহাসনে নিত্য আসীন দেবযানী;
সম্ভ্রম লুটানো আঁধার লুকানো,অভাগী হয়োনা দেবযোনি!
মাতা, ভগ্নী, নবনীতকোমল, কুলনারী পরিণত কুল বধূ;
হৃদয়ের দেউল এ দেউটি হয়ে বিস্তৃত কর গুণের মধু।


উপমা হও কর্ম গুণে, ধরম ভরমে হয়োনা উদাসী!
আত্মার মন্দিরদ্বার পরিচর্যা করে হও দেবদাসী;
স্রষ্টা তাঁহার নিজগুণে রুপশ্রী সাজান দৃষ্টিনন্দন,
ভ্রষ্টাচারণ নয় নষ্টগুণে, মিথ্যা স্তুতিরূপ অভিনন্দন।


দৃষ্টিপাত করো অসীম স্রষ্টার মহান দৃষ্টিভঙ্গি,
সূত্রপাত হতে চলমান আজো নারী পুরুষ সঙ্গী;
পূরব দেশের পুরনো সুরে আর গেয়ো না পুরবী,
শৈব সন্ন্যাসিনী তুমি নহ, সজ্জিত কেন তব ভৈরবী!


বিধান মানো, নিজেরে জানো, নিয়মানুগ আবরিত;
ভোগবাদী ভোগবাসনার আমন্ত্রণে হয়োনা অবারিত।
পুরন্ত পুরনারী, কত আর কাটাবে হয়ে পুরবাসিনী!
ফাগুনের আগুন, বসন্ত মধু, অধিকার তব গরবিনী।


বিশ্ব নারী দিবস -২০১৪ ইং..........................
____________মুদ্রিত© প্রকাশিত____________