পৌষের হিম শীতল কেটে গেল ছলেবলে,
মাঘমাসে মগ্ন কাঁপুনিতে হাড় যেন গলে!
ওম ছড়ানো নরম সুবাস তোমার উষ্ণতায়,
আর কিছুদিন থাকতে দাও, মনের তৃপ্ততায়।


তারপর যদি পারো, বড়জোর একদিন!
ঋতুরাজ আগমনের প্রথম বসন্তদিন,
শেষ শ্রবণ, বসন্তদূত কন্ঠে স্মৃতির সুদিন,
পিছুটান বেদনায় আর নয় প্রীতিময় দিন।


আমার নির্ঘুম চোখ করে নেবো বন্ধ,
অজান্তে পাপবিদ্ধ ভয়ে হয়ে যাবো অন্ধ;
শাসন বেড়ি, বারণীয় মালা গলে জড়িয়ে
দুই ফোঁটা তপ্ত জল হয়ে যাবো গড়িয়ে।


এই কিছুদিন ধার দাও, স্পর্শসুখ সোহাগে;
আরেকটি বসন্ত বাঁচুক ধরায় ক্ষীণ অনুরাগে!
আমি নাহয় আড়ালেই বাঁচিব হয়ে গোপন,
ফের যদি ফিরে আসি, তবেই হবে কোপন।


মাত্রই তো কয়েক দিন! বাড়ে বাড়ুক ঋণ!
নির্ঘৃণ আমার চোখের তারায় রও অন্তরীণ,
বসন্তদিন এলেই আমি যাবো চলে,
তুমি রঙিন থেকো, বাঁশপাতা রং শাড়ি আঁচলে।