অবিরত নোনা জল, প্রবাহিত সুন্দর সাগর
প্রায়শই ঝরে মায়াবী চোখে, হলে ও ডাগর;
অশ্রুজল নদী বহে! হয়েছে কি কভু পুকুর!
দৃষ্টিপাতে লুকানো অতল হৃদয় ছবির মুকুর।


নদীর স্রোতে নিত্য দুইবার জাগে উজানভাটি,
নরম শরীর, নরম হৃদয়, আগে পরে মাটি;
নোংরা জলের প্রেমে, সাগর বিছিয়ে দেয় আঁচল;
বক্ষে ধরে, ঘোলা জলের ফেনায়িত কাঁচল।


দোষ খুঁজো না, এপিঠ আলো ওপিঠ আঁধার;
আলোর নাচন বাড়ে ও কমে উপসর্গ কাঁদার,
আঁধার এলেই নজর কাড়ে সজ্জিত চাঁদ তারা
আলোর টানে পতঙ্গ মরণ, আতিশয্য পাগলপারা।


তুমি তোমরা সুন্দর থেকো, আমি ও আছি
ভালবেসে পাশাপাশি রইবো আরো কাছাকাছি,
এই কথাটি বলতে নেই দোষ, মঙ্গল সুখ যাচি;
নিঃস্বার্থ প্রকৃতি শিক্ষক মানি, হবো না দুধের মাছি।


চতুর্দোলায় চতুর্গুণ, সুখ সম্ভাবনা সত্য মরণ;
চতুর্বর্গ বাসনা নির্দোষ, লোভে শুধু পাপ বরণ;
নীরস নিকষ অবসন্নতায়, ছড়াও হাসির সৌরভ;
নিষ্পাপ দৃষ্টিতে আঁধার আলোয় বিকশিত গৌরব।
___________________________________