মরণ ব্যাধির আদর যতন,
বেঁধেছে বাসা আমার বুকে অতি নীরবে;
নিরবধি নদীর ঢেউয়ের মতন,
ভাঙ্গছে দুকূল হৃদয় গহীন দ্রুত সরবে।


আমার এখন বইছে বেলা,
ভাঙ্গা তরী, ছেঁড়া পালে, ক্ষণেক্ষণে দোলা!
হৃদয় গগন সইছে হেলা,
বুকের চৌকাঠ ভাঙ্গা কপাট অযত্নে খোলা।


হাসতে চাই হৃদয় খুলে,
হাসি আসে ভুলে ভুলে, প্রাণখোলা নয়;
চাইনা যেতে প্রণয় ভুলে,
কাটা ছেঁড়া হৃদয় দেখে, পেয়ো না সখী ভয়।


কান্না ছাড়ো, হারিয়ে যাক সুখ
কালের গতি দ্রুত অতি, হারিয়ে যাবো;
কেঁদোনা আরো বাড়িয়ে মুখ,
অকাল যতি, প্রণয় প্রীতি, কেমনে পাবো!


কাঁদবো না আর, হাসবো;
আমার শোকে পাথর, তোমার ছবি আঁকবো।
বাঁধবো না আর, ভাসবো;
অকূলপাথার পাড়ে কেন তোমায় ডাকবো!
__________________________________