চাওয়া পাওয়ার হিসাব করো, হাতছানি শত
তোমার কাছে অন্যজনের চাওয়া পাওয়া কত!
ভাবনায় ডুব দিওনা, একটু ভেবে দেখো;
দ্বারেদ্বারে নেই প্রয়োজন, নিজের কাছেই শিখো।


স্রষ্টা তোমার ইবাদত চায়, দেবতা চায় ভক্তি;
সমাজ কিছু কর্ম চায় মনোবলে সৃজনশক্তি,
জনক জননীর নিঃস্বার্থ আশা, বেঁচে থাকা বৃদ্ধি;
পরিবার মঙ্গলকামী, মনেপ্রাণে চায় সমৃদ্ধি।


সংসার, তোমার সান্নিধ্য চায় আষ্টেপৃষ্ঠে বেঁধে
স্ত্রী সন্তান চায় পরিত্রাণ, বিপদেআপদে কেঁদে;
পরিজন বদ্ধপরিকর, অটুট বাঁধনে স্নেহ রাশি
ভৃত্য পরিচর অধস্তন চায়, মুখের সামান্য হাসি।


প্রতিবেশ পরিচ্ছন্নতায়, প্রতিবেশী বিনয় আচরণ;
পরিবেশ বিশুদ্ধ শান্তিতে চায় সুন্দরের আবরণ,
অনাথ এতিম দুখী কতজন চায় প্রতিপালন,
অভাবী দুঃস্থ চায়, করুণার কণাকণা প্রতিফলন।


অসহায় তোমার পাশে, চাইতে পারে সকাশ
অন্যায় প্রতিরোধ চায়, অযথা নয় গর্ব প্রকাশ!
যতটুকু দিবে যথাসাধ্য দান, সামান্য এসব চাওয়া
ততটুকু পাবে প্রতিদান, ধন্য হবে হিসাব পাওয়া।
___________________________♦♦♦