রক্তমাংস শরীর তোমার যেমন,
গন্ধ বর্ণ ঘ্রাণে তফাৎ কোথায় কেমন!
নানাবিধ ভেদ ভাবনা গড়ছ কেন তেমন?
ধর্মকর্ম অসবর্ণ আর খুঁজো না এমন।


ভালবেসো কাছে বসো, স্নেহমাখা হাত;
পাঁচটি আঙ্গুল ছোটোবড়ো, তেমনি জাতপাত!
করতে পারো? কনিষ্ঠারে মধ্যমাঙ্গুলির সমান!
অবিচ্ছেদ্য বিধিলিপি, অহেতুক হীনতা প্রমাণ।


সবার আগে হৃদয় মাঝে ভারসাম্য গড়ো,
কুলীন, কুলি, হীরক, ধূলি, বৈষম্য ছাড়ো;
এলোমেলো বিশ্বাস ছেড়ে, হওসজ্জন, থিতু
আজব গজব অনাকাঙ্ক্ষিত, হয়ো নাকো ভীতু।


উদ্বেলিত প্রাণে, হিংসা করো নিপাত;
ঝঞ্ঝাবর্ত ক্ষণেও পাবে শান্তির জলপ্রপাত
প্রভাতরশ্মি আজ যেমন, আগামী ও সত্য
লুকোচুরি মেঘাবৃত ক্ষণিক, হাসিমাখা নিত্য।


বুঝতে শিখো, বুঝে নিও, ধৈর্যধারণ বড় গুণ;
শুধুই পুড়ে অঙ্গার বাড়ে, ক্রোধজনক আগুন
' অল্প বিদ্যা ভয়ংকরী ' খর্বীকৃত হয় গর্বিত স্বপন,
আপন ভেবে মানবসেবা, পরিচয় হোক গোপন।
_____________________♠♠♠♠♠