বিশ্বাসে সার মিলে, তর্কে অসার বহুদূর;
বিশ্বাসের মিল অমিলে, বেদনা বিধুর, মধুর
            বিশ্বাস হৃদয়ে লুকিয়ে রয়,
            বিশ্বাসে হৃদয় মুখিয়ে রয়।


প্রকারান্তরে বিশ্বাস বড়, বিস্তৃতি অস্তিত্বময়;
    জয়পরাজয় অনুভবে অভাবে অভয়,
            ভাঙ্গাগড়া  ঘাতপ্রতিঘাতে,
            সুখদুঃখভয় জড়িয়ে তাতে।


নানা মত নানা পথ, আলোকিত বিশ্বচরাচর;
    বিধাতা, সৃষ্টি, ঈশ্বর নশ্বর, প্রভু, পরিচর
           বদ্ধমূল বিশ্বাস ক্রমশ দৃঢ়তর,
          উৎসমূল বিকাশোন্মুখ গাঢ়তর।


এভাবে তিলেতিলে, অবলীলায় স্থির বিশ্বাস;
স্বভাব প্রভাবিত প্রাণ, বিপদআপদে নাভিশ্বাস!
         কিছু বিশ্বাস হারিয়ে যায় অজান্তে,
         কিছু হয়না মানা, কিছু হয় মানতে।


হৃৎকমলের মর্মমূলে, রাখলে বিশ্বাস হয় প্রকৃত;
দোদুল্যমান আবেগে, ঈষৎ ক্ষুদ্র বিশ্বাসও বিকৃত!
              বিশ্বাস গড়ো, বিশ্বাস করো।
            বিশ্বাসে বাঁচো, বিশ্বাসে মরো।।
-----------------------------♪♪♪