স্বপ্ন কিছু, বিকিয়ে  দাও সস্তাদর!
দুঃস্বপ্ন করবেনা ভিড়, পাবেই অবসর
সুস্থ ধ্যানে, জ্ঞানের বাঁধন কোরোনা আলগা;
ভগ্ন প্রাণে, নয়কো রোদন, হারিয়োনা বল্গা।


কামনার নীরস তেতো, গিলে নাও ভুলে!
পিত্তরসে রাখো জমা, সযতনে তুলে!
বাসনাকুল আঁধার উৎখাত করো সমূলে,
ভুলের কোরোনা তুলনা, বিনষ্ট বিষাদ কূলে।


শঠতা মেশানো রুধির, করে দাও বিয়োগ!
ধৃষ্টতা প্রশ্নবিদ্ধ হেতু বিনয় করো নিয়োগ,
বিশ্বাস ভেঙ্গোনা কারো, ঠুনকো কাঁচের মত;
অবিশ্বাস সেও নয়, যথাসাধ্য সুন্দর রত।


ত্রস্ত ব্যস্ততা, শিকেয়তোলা রেখো আড়ালে,
বেখেয়ালি বিধ্বস্ত হয়োনা, দুঃখ দ্বারে দাঁড়ালে
কণ্টকিত টপকে যেয়োনা, কষ্ট অন্যে মাড়ালে;
অক্ষত রবে কেউ, সামান্য হাত বাড়ালে।


ইচ্ছে করেই, কষ্ট কিছু দেখো ভোগ  করে
অন্য মানুষ, কত কষ্টে কেমন বাঁচে মরে!
খোলা চোখ! দৃষ্টি খোলো, দুচোখ ভরে;
তুমিই সেরা, তবুও কিছু দাও অন্যের তরে।


কিছু সুখ, কিছু স্বপ্ন, নাহয় বিলিয়ে দাও
কিছু দুঃখ বেদনায় সাথী হও, কিছু সুখ নাও।