---------------------------------
অন্ধজনে জানাও শোনাও, তাতেই হবে ধন্য;
পারাপার চলাচলে হাত বাড়িয়ে হও অগ্রগণ্য,
প্রখর দৃষ্টি বন্ধ করে থাকো কিছুক্ষণ,
প্রগাঢ় কষ্ট বুঝবে তখন, জাগলে স্নেহ বীক্ষণ।


বোবাকালা বলে, ভুলেও কোরোনা হেলা!
তোমার মতই মানবজন্ম, শুধু বিধাতার খেলা
তাদের চোখে চেয়ে দেখো, নির্লিপ্ত সরল
তুমি আমি শুনি বলি, পর্যাপ্ত গরল।


জটাধারী দেখে জঙ্গুলে বলে, কোরোনা জটলা
জোটেবুড়ি নয় বিকৃতমস্তিষ্ক, কেড়ে নিওনা পোটলা!
অনাদরে অভিশপ্ত অজ্ঞানী, নির্মোহ সাজে অবোধ;
আমি তুমি কত সুবোধ? ভেবেই পাবেনা প্রবোধ!


আরো কত অসঙ্গতি দেখবে বাহ্যিক রূপ ও গুণে,
আন্তরিক হই, চলো সবে, দেখে বুঝে শুনে;
শুদ্ধচিত্ত গড়বোই, হাত যতই হোক শূন্য
অনেক ভুলের হিসাব মাঝে, মিলবে কিছু পুণ্য।


কত সুখ মনোহরা, রূপমুগ্ধ গর্বে ভরা বুক,
ভেবে দেখো, মুখর মুখ হবেই একদিন মূক
ইবাদতে স্রষ্টা সুখী, বিরাগভাজনে দুখ
সৃষ্টিরে সেবিলে দুঃখে, স্রষ্টা পাবেন সুখ।
----------------------------------