শীর্ণ কোমর সরু খড়ি, বাঁধা ফুটো আধুলি!
হাতে, গলায়, পায়ের গিরায় ঝুলছে কবচ মাদুলি,
                ঝুলছে বেশ ঝুলুক না!
                ধূলা কাদায় খেলুক না।


এটাই ওদের ভাগ্য!  কে বলেছে ধুঁকছে!
দেখার কি? সোনা যে মাটির গন্ধ শুঁকছে,
              আদুল গায়ে বেশ আছে,
          লাভ কি! তারে ডাকলে কাছে


নামমাত্র দেহ, চিকন পা, ময়লা নাকে দাঁতে;
দুধের বয়স, খাচ্ছে মাটি, চর্মরোগ ঘা আঁতে!
             ছুঁয়োনা হায়! ছোঁয়াচে রোগ
          অসম্ভব এসব, কে করবে ভোগ?


তোমার, আমার, সবার ' শিশু ' সুন্দর স্লোগান!
মুখ ভরা মুখরতা, স্বপ্নমাখা শিশুরাজ্য বেগবান;
            হে,  বিধাতা; শিশুরা যদি ফুল!
         বৈষম্যের এই পৃথ্বী কেন করে ভুল!


বিশ্বজোড়া অগণিত, সকল শিশুর কষ্ট দূর করো
  আমার সব বিত্ত কেড়ে, আমারে প্রাণে মারো;
            তবুও একটি শিশু কষ্ট না পাক,
      অবহেলা, ঘৃণাভরা বৈষম্য নিপাত যাক।


হে বিধাতা, আমার জীবন আরো কষ্ট দুঃখ পাক,
পৃথিবীর সকল শিশু ফুলের মত সুন্দর থাক।।
----------------------------------