অশ্রুপাত হয়ে গড়ায়, অদৃশ্য প্রাণের রোদন;
দৃষ্টিপাতে জড়ায় ঝরায়, সুপ্ত মনের বোধন!
             কষ্টবোধ হয় কিছু প্রকাশ,
             আবেগমাখা বহিঃপ্রকাশ।


প্রবল সুখে কিংবা জাগলে অসুখ, কঠিন দুখ;
নিদারুণ কষ্টগুলি ভিজিয়ে দেয় কপোল, মুখ
          কান্না আসে বিচিত্র সব আবেশে,
          কান্না শেষে দুঃখ কিছু যায় ভেসে!


নানা মুনি নানা মত, কান্না ছড়ানো এই জগত;
হাল্কা করে হৃদয়ের ভার, কথিত এই সহজমত
            চাপাকান্না, বোবাকান্না অবিরত
           হৃদয় মাত্রই কান্না ধারণ অবারিত।


মস্তিষ্ক সাথে সংযোগ, চোখের ল্যক্রিমাল গ্রন্থি,
আন্তঃযোগাযোগ দৈহিক, শারীরবিজ্ঞান পন্থি;
            কান্নার সহজ নাম, চোখেরপানি!
           নীরবে কত কান্না, খবর কি জানি!


একজনমে সবাই কাঁদে, অনেক সময় নীরবে!
অতি দুঃখে উচ্চস্বরে বুক ফাটায় কেউ সরবে,
          কারো কান্না শুধু চোখের পানি নয়!
         হৃদয় গহীন সঙ্গোপনে রক্তক্ষরণ হয়।
-----------------------------♦♦