জন্মসূত্রে পেয়ে যাওয়া পদবী এক,
নগরের অধিবাসী, না পেয়ে খুশি অনেক!
স্থান কাল পাত্র ভেদ, নাগরিক পরিচয়
অধিকার, স্বাধিকার সাথে অজেয় বিজয়!


       দিগ্ভ্রান্ত হয়ে যাওয়া, পথ খুঁজে খুঁজে
       দিগন্তবিস্তৃত হয়না হৃদয় বৈষম্য যুঝে,
       কি চায়! কি খোঁজে! জানেনা নিজে
       দিগ্ দিগন্ত ছোটাছুটি, ঝড় জলে ভিজে।


নবাব নাজিম নেই শাসনকাল,
রাজা উজির নাজির বিগত হাল;
নাজেহাল গণতন্ত্র, বহুরূপী রঙিন রূপায়ন,
মন্ত্রী, মন্ত্রক, মন্ত্রতন্ত্রসিদ্ধ! কঠিনতর রসায়ন!


     মনোভঙ্গ মনোভাবে খোঁজে বৃথা মনোরঞ্জন,
     মনোরম মিলে না, মনোলোভা কত গুঞ্জন;
     ব্যর্থমনোরথ, সহ্যাতীত, ধৈর্যধারণ পারদর্শী!
     বেড়াজালে নাগরিক, নাগর নাগরী মহর্ষি!


নাড়ীতে নাতিশীতোষ্ণ রক্ত, দুরুদুরু হৃদয়
নাগরিক নামেই সান্ত্বনা, রাজা চির সদয়!
নাটুকে হালচাল, নাগরিক জীবনের তাল
চিরকাল জঞ্জাল! দৈন্যদশায় নাগরিক সকাল।


     নাগরিক, পালাবে কোথায়? নগর আক্ষরিক
নাগরিক সুখ শান্তি! কবে পাবে আন্তরিক?
------------------------------