জাগাও হৃদয় পরদুঃখে, দারুণ এক সুখে
একটুখানি ফুটুক হাসি, অসুখী কারো মুখে
                 হাত বুলিয়ে দেবার
                এই ব্রত হোক সবার।


কত কথা বলা, অযথাই কত গান গাওয়া!
বাচাল প্রথায় নীরবতা একটু থেমে যাওয়া,
                ধৈর্য ধরে হোক শোনা
             সহ্য করে দুঃখ শোক জানা।


জীবনযাপন ভিন্ন বলে, রেখোনা তুচ্ছ বড়াই
কষ্টে কত জীবন চলে, পেরিয়ে নানা চড়াই!
              ভেদাভেদ ভাঙ্গো যত কপাট,
              বোধের কপট করো লোপাট।


একটু জাগো, জাগাও হৃদয়, ভুলে অভিজন
ঋষি কুলীন মহর্ষি, জাতপাত ছাড়ো বিভাজন।
                 দৃষ্টি মেলে সমান ধরো,
                 সৃষ্টি বলে সম্মান করো।


ভাত কাপড় আর বাসস্থানে থাকুক ব্যবধান!
মার্ক্স, লেলিনও পারেনি রাখতে অবদান!
            এক বাতাস, একই আকাশতল;
      একটু ছোঁয়া, জাগাও অনেক মনোবল।