আসবে আসো, ছোট্ট নদী ভাঙ্গা তরী;
মন্দাকিনী  নও তবুও ভাববো তোমায় পরী,
হাসবে বলো, যখনতখন দিবে না আড়ি!
বইবে খুশির নহর, গুটিয়ে দুঃখ পাততাড়ি।


ভাসবে! হংসমিথুন, লোভ কোরোনা সংহরণ!
ছেড়ে এসো অল্প তৃপ্তির পাতকুয়োর সন্তরণ;
বসবে পাশে সবুজ ঘাসে, তবেই এসো
আমার মত হাসতে হবে, আভাসে হেসো।


বলবে কথা মধুর ভাষ্য সুখের অনুভব,
তবেই এসো, দুঃখ ভুলে করবো কলরব;
চলবে পথ সহজ সরল, হবো দিশারী
এসেই পড়ো, দেখবে যদি সুখের শুক সারি।


ভাঙ্গাবে যদি অভিমান, ছোটখাটো ভুলে!
চলতি পথে সুবাস দিবো বিচিত্র ফুলে,
রাঙ্গাবে মন! সপ্তবর্ণা জীবন সাগর কূলে!
সীমাহীন তৃপ্তি পাবে হৃৎকমলের মূলে।


বুঝবে নাকি, ভালবাসা আমার মনে কত!
খুঁজবে ফাঁকি! পালিয়ে যাবার চেষ্টা অবিরত
লিখবে এসো, গান কবিতা মধুর যত গল্প;
শিখবে! তবেই ভালবেসো, পরিপাটি অল্প।
--------------------------------