দুগ্ধপোষ্য শিশু, এই কবিতা তোমার নয়!
স্নেহ পরশ মায়ের কোল নিরাপদ আশ্রয়।
অবুঝ শিশু তুমি বড় হও জ্ঞানে ও গুণে,
মানুষের মত মানুষ হও, শুধু মনুষ্য গুণে।


দুরন্ত নাবালক বালক, প্রাণোচ্ছল নাবালিকা
পবিত্র স্পর্শ পেয়ে, হও সুবোধ বালক বালিকা,
ধীরেসুস্থে বুঝে শুনে আরো বড় হও,
কবিতার মত নয়, কবিতার বিষয়ে রও।


কিশোর তুমিও শুনো, নিজের জীবন গড়ো
কিশোরী স্বপ্ন বুনন, নিয়ত শুদ্ধ পাঠ পড়ো;
ভিন্ন ভিন্ন কবিতা হও, এই কবিতা নয়!
ধ্রুবতারা, নক্ষত্র সম তোমাদের হোক জয়।


যুবক তোমার স্পৃহায়, এই কবিতা কিছুই নয়
প্রকৃত জীবন সুগঠিত করো ধর্ম কর্মময়,
যুবতী হে, অনুপমা হও, কবিতার বেশি উপমা
তুচ্ছ রূপমাধুরী, গুণে হও নিরুপমা।


এই কবিতা কারো-ই নয়, উন্মুক্ত সবার
স্বত্বহীন নগন্য বলে, ভুল ভেবোনা আবার!
যত পারো, ভেঙ্গে গড়ে পুনরায় লিখো
শুধু মানুষ হও, শুধুই মানুষ রও, মানবতা শিখো।


আজ ও আগামী, অনন্তকাল হোক মানবতার;
এই কবিতা শুধু মানুষ, আবাল - বৃদ্ধবনিতার।।
----------------©----------------