বাংলা আমার মা, প্রাণের সুখের আশা;
রক্ত কণায় শিরায় শিরায় উচ্চারিত ভাষা,
                 হাসি কান্নার দোল,
                বাংলাভাষার বোল।


জীবন সম আমি আমার মা'কে ভালবাসি,
মরণ বরণ শহীদ ভ্রাতার উপহার এই হাসি,
          বর্ণমালার মিষ্টি মধুর দোলা
         মায়ের কোলে আত্মভোলা।


তাজা প্রাণ কেড়ে নিলো, দানব আগ্রাসী!
রক্তস্নাত বর্ণমালায় আমি বাংলাভাষী
            সুখী আমি বাংলাদেশী,
          ত্যাগের গর্ব আমার বেশি।


কত দেশ কত ভাষা, আত্মত্যাগ নেই দেনা!
আমার দেশ আমার ভাষা, রক্ত দিয়ে কেনা।
            খুনের লাল শুদ্ধ আভা,
           দেশ ও ভাষায় ঋদ্ধ প্রভা।


   খুশি আজ ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী অঙ্গনে,
লাল পলাশ ছাড়িয়ে ভিনদেশী লিলিয়াম রঙ্গনে
          আশায় বাঁচি এবং যাচি এই ভাষায়,
     আসবেই মরণ, মরবো আমি এই ভাষায়।
------------------------------------
__♦♦_ ১৭ নভেম্বর,  ১৯৯৯ইং  _♦♦__
( একুশে ফেব্রুয়ারি,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের
স্বীকৃতি পাওয়ার তাৎক্ষণিক অনুভব।)