জ্ঞানীগুণী মহাজন মহীয়ান বৃত্য,
দীনদুঃখী অভাজন পালোয়ান ভৃত্য,
শিশু নারী বয়স্ক কিংবা বৃদ্ধ
একজনের ভালবাসায় জগত ঋদ্ধ।


আমি তুমি ভালবাসি, মাপা পরিমাপে
চোখেমুখে যাই-ই বলি, অন্তর কাঁপে!
সাধনা বিনে তবুও কত কিছু পাই
আরাধনা হীনে প্রভু কাড়েন না ঠাঁই।


দান করে, ভুলেও চেয়োনা প্রতিদান!
প্রচেষ্টারত সচেষ্ট বিনয় হোক প্রণিধান,
প্রতিষেধ তবেই করিও নিজে শুদ্ধ হলে,
প্রতিশোধগ্রহণ কভু নয়, সুযোগে ছলে বলে।


সুমহান তাঁহার উদারতা করো অনুভব,
খুশি তাঁর, পাবেই জয়, ছোঁবেনা পরাভব;
আজ কাল পরশু দ্রুতগতি দিন কাল,
লাজ রেখো তাল রেখো, হবেনা বেসামাল।


মুখে বল ভালবাসি, অন্তরে রেখো সায়;
সুখে যদি পাও তবে অসুখেও রেখো দায়,
ধৈর্য সহ্য গুণ রেখো কোরোনা হায় হায়!
আঁকাবাঁকা পথ বলে দাঁড়িয়ে থেকো না ঠায়।


মেনে যাও, মানিয়ে নাও, সুন্দর সত্য
চিত্ত প্রশস্ত করো, সুখ পাবে নিত্য।


---------------------------------
নবমী তিথি, বসন্তকাল, ১৪০০ সাল বাংলা।
---------------------------------
ভ্রমণরত তাই পুরনো কবিতা দিলাম।
পাঠক কবি সমাজের সান্নিধ্য তো পেলাম।