আঁধার ছিল, আছেও থাকবে চিরকাল
নিকষ ফুঁড়ে রাত ভোর, সূর্য উঠে লাল;
গুহাচর প্রস্তরযুগ ছিল যেমন প্রভাব
হিংস্রতা যুগেযুগে বাড়ল দূষণ স্বভাব।


যুগ পেরিয়ে শতাব্দী হারায়
কালের গতি অতি দ্রুত ধায়,
হাজার বছর এমনি কেটে যায়!
আঁধার কেটে আলোর আশায়।


সভ্যতার ঘা বাড়ে অসভ্যতায়,
সার্বজনীন কাড়ে নিঠুর হীনতায়;
এমনি করে মহাকালে কত কষ্ট সায়
আশায় বেঁচে মরণ পানে অপেক্ষা ঠায়।


আশাহত দুঃখ সাথে বাধা বারণ শাসন,
মানব জন্ম জড়িয়ে বিষাদ বেদন শোষণ!
দৈনন্দিন জ্ঞান সীমাহীন দৈন্যতা নিয়ত,
বাড়ে দেনা হালচাল ঋণ তবুও চিরায়ত।


আঁধার নাকি আলো কোনটি বেশি ভালো!
উৎকর্ষ না উচ্ছন্নতা! সাদা নাকি কালো?
সভ্যতা আর অসভ্যতায় চলছে বিভাজন,
সত্য মিথ্যা মায়ার ঘোরে দুলছে অভাজন।


হতবুদ্ধি শুভবুদ্ধি আলোকিত হতে চাই,
চোখের নেশা কাটলে দেখো ব্যবধান নাই।