অযুত কর্ম নিযুত কথা, আবেগী রোদন
সতত ধর্ম  নিখুঁত প্রথা, বিবাগী বোধন!
রিক্ত কেহ অর্থে, মোহ আনে রিষ্ট
অতিরিক্ত স্নেহ স্বার্থে দ্রোহ বানে রুষ্ট।


পথ যে কত, চলতে হয় রাহী
মত সে শত, বলতে অভয় বাহী
রিপুর বাসনা টেনে ধরো অবাধ্য রাস,
বপুর রসনা মেনে করো খাদ্য গ্রাস।


রাশভারী ভাব হোক সত্য বলার হলে,
রাসবিহারী স্বভাব থাক নিত্য সার ছলে;
বীক্ষণ ইচ্ছা হলে লাগেনা অণুবীক্ষণ,
শিক্ষণ সদিচ্ছা বলে লাগেনা দূরবীক্ষণ।


আজ এবং আগামী জাগে খোশ হাসি,
লাজ অহং বোকামি, রাগে দোষ রাশি
ভুল খুঁজো স্বীয় বুদ্ধিতে, শক্ত পিরিতি
মূল বুঝো, নিও শুদ্ধিতে পোক্ত রীতি।


ভাবুকের চুপিচুপি ভাব, বিজয় ভাবক
ভালুকের বহুরূপী স্বভাব, অজেয় ভাজক
মানবের সুমিষ্ট  স্বভাব, হও না শব্দ মানব
দানবের অনিষ্ট প্রভাব, হয়োনা জব্দ দানব।
-------------------------------