নাঙ্গা পায়ে শিশিরস্নাত স্মৃতির প্রভাতফেরি,
  শহীদমিনার শহীদস্মৃতি একুশে ফেব্রুয়ারি,
রক্তস্নাত প্রাপ্তি সাজাই বর্ণমালা সার্বজনীন
মাতৃভাষা দিবস পালন দিচ্ছে দোলা বিশ্বজনীন।


    একুশ এলেই গাইছি সুরে ভাষার জয়গান
জীবনদান বীর শহীদান ত্যাগ মহিমা ভাষারগান,
     চেতনায় জাগে স্মরণ মর্মভেদী অবদান,
  ভুলবোনা মুখেই বলি, হয় কি ভুলের অবসান!


'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' স্বীকৃতি কেন পায়!
      কাল পেরিয়ে যায় তবুও নেই প্রচারণায়,
   রফিকউদ্দিন আব্দুস সালাম বায়ান্নতে নিহত
     জীবিত দুই, রফিক ও সালাম দারুণ মর্মাহত।


   কানাডা প্রবাসীদ্বয়ের অক্লান্ত শ্রম সাধনায়,
জাতিসংঘের অধিবেশনে এই প্রস্তাব ঠাঁই পায়;
শহীদ যারা, তাঁদের চেয়ে কম কি রফিক, সালাম!
বাংলাভাষার তাঁরা বীর তাঁদের ও জানাই সালাম।


কিংবদন্তী ভুলে, ভাষার আজ যথেচ্ছ প্রয়োগ
      বন্ধ হোক, বন্ধ হোক সমস্ত অপপ্রয়োগ!
  ভাষার যুদ্ধে শহীদ কিংবা সম্মানে শরীক প্রাণ,
    সম্মানে থাকুক স্মৃতি, ভাষার চর্চায় আপ্রাণ।


'একুশ' বাঁচুক চেতনায়, সবার হৃদয় ছায়ায়;
'একুশ' আসুক প্রতিদিন বাংলাভাষার মায়ায়।
-------------  <><>  ---------------