গুরু আমার গত পরপারে,
না ফেরার দেশে অচেনা পাথার পাড়ে
চলে গেলেন চিরতরে,
আমি হৃদিমাজারে স্মরি নাম ধরে।


বর্ণ শেখালেন ' মা '
জগৎপিতার পরেই আসন সেরা উপমা,
গুরু শেখালেন ' হ্যাঁ ',  না
অর্পিত যত দায়িত্ববোধ, জানিনি ঘৃণা।


হাতেখড়ি তারপর ধীরেধীরে
শ্রদ্ধাপাশে অতল স্নেহ, নিত্য মমতা ঘিরে
অন্তর সাজিয়ে দিলেন সত্য আবীরে,
বিশ্বাসে প্রতুল সজীবতা, শুদ্ধ ব্রত গভীরে।


গুরুর ভাব ধরেছি তাই শরীরে,
অধীর, বধির, আকুল ব্যাকুল, ভাসি না নীরে;
জীবনযাপন করে যাই সুখের নীড়ে,
চলনবলন ভাষা ও আশাতে অসুখের ভিড়ে।


আমি তাঁরে হারিয়ে কাঁদি,
মধুর সুন্দর ধ্বনিরূপ বাণীতে বক্ষ বাঁধি;
আমার চিত্ত অবনত কুর্ণিশ
গুরুর সঙ্গ পাইতে হৃদয় সিক্ত অহর্নিশ।


সর্বসুখ ত্যাগিয়া আমিও যাবো,
গুরুজন প্রয়োজন, আয়োজনে তাঁরে পাবো।