সমুদ্র স্নান সুখের বিহার আমায় খবর দিও
     সঙ্গোপনে আমারে ছায়ায়  সঙ্গ দিও
  মগ্ন থেকো মত্ত হয়ে জলের নিনাদ শুনতে,
আমি শুধু ব্যাকুল রবো ঢেউয়ের স্তন গুনতে।


নোনাজল ভেজা সুখে সেরে নিও সন্তরণ,
দেখো ঠিক, লোভ আমি করবোই সংবরণ
     জলকেলি শুধুই হোক তোমার জন্য,
     সুখ দেখে সুখ মেখে আমি হবো ধন্য।


    আরো গভীরে যেও ঢেউয়ের আড়ে,
   জোয়ার রাগ ফুলে ফেঁপে যখন বাড়ে;
তটরেখা ধরে সুমুখে নির্জনতা খুঁজে নিও,
   পেছনে চেয়োনা, ইচ্ছে করেই ভুলিও।


        ভগ্ন প্রবাল জীবাশ্ম কণা নিয়ে
   বিচিত্র শামুক ঝিনুক খোলস কুড়িয়ে,
তাতেই  আমি গাঁথবো মালা তোমার জন্য,
গাংচিল বা পরিযায়ী হাঁসের পালক সৌজন্য।


     লাল কাঁকড়ার ছুটোছুটি দেখে,
বালুকণাময় কোমলে নাম দেবো লিখে;
     অদৃশ্য ছায়া হবো শুধু সঙ্গে নিও
     যেখানে যত খুশি তুমি সঙ্গ দিও।


     আমি চাই পাশাপাশি সুখ বা অসুখে,
অনুভবে ভালবাসি বলবো না মুখে।
----------------------------♦♦♦